রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দরদী মনের মানুষ। তিনি সহজেই কাঁদতে পারতেন। তিনি নিষ্পাপ হওয়া সত্তেও সব সময় বেশি বেশি তাওবাহ, ইসতিগফার, সালাত, সুযুদ ও আত্মসমালোচনার মাধ্যমে আল্লাহর ভয়ে ক্রন্দন করতেন। তিনি ছিলেন বিশ্বের সেরা বিপ্লবী ও সমাজ সংস্কারক। তিনি যেমন ছিলেন অন্যায়- অত্যাচার, জুলুম-নির্যাতন, কুফর-শিরকের বিরুদ্ধে বজ্র কঠোর, তেমনি মানবতার জন্য তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী একজন নেতা। এ জন্য তার নেতৃত্ব সবসময় অনুসারিদের ভালবাসায় সিক্ত ছিল। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে রাসূলের সা. এ গুনের কথা এভাবে স্বীকৃতি দেন : হে নবী, এটা আল্লাহর বড়ই অনুগ্রহ যে, তুমি তাদের প্রতি খুবই কোমল হৃদয়ের অধিকারী। যদি তুমি রুক্ষ স্বভাবের বা কঠোর চিত্তের হতে তাহলে তারা সবাই তােমার চারপাশ থেকে সরে যেত। (সূরা আলে ইমরান ১৫৯)
রাসূলের সা. এ কোমলতার বহিঃপ্রকাশ ঘটত বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন প্রসঙ্গে তার অন্তর বিগলিত করা কান্নার মাধ্যমে। আলােচ্য ‘রাসূলুল্লাহ সা. এর কান্ন’ বইটিতে সেসব ঘটনাই চমৎকারভাবে সংকলন করেছেন ড. আবদুল মান্নান ও ড. রাশীদাহ। এতে লেখকদ্বয় আল্লাহর রাসূল সা. এর বিভিন্ন প্রসঙ্গে কান্নার ঘটনা উল্লেখ করে মুমিন জীবনে কান্নার প্রয়ােজনীয়তা তুলে ধরেছেন। এ ছাড়া কান্না বিষয়ে প্রাসঙ্গিক অনেক তত্ত্ব ও তথ্যের সমাহার ঘটিয়ে বইটিকে আরাে সমৃদ্ধ করেছেন।
Reviews
There are no reviews yet.