আল্লাহ্ তায়ালা জীবন মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। তিনি দেখতে চান কে উত্তম আমল করছে। ভালাে ও উত্তম আমলকারীদেরকে তিনি সুখময় স্থান জান্নাত দিবেন, আর বদ আমলকারীদেরকে যন্ত্রনাময় স্থান জাহান্নামে পাঠাবেন। একটা প্রশ্ন দেখা দেয়, কেউ যদি ভালাে আমল করে, সাথে খারাপ আমল করে তাহলে কি হবে? এ ব্যাপারে আল্লাহ তায়ালা স্পষ্টভাবে সূরা কারিয়ায় বলে দিয়েছেন। “ অতঃপর যার ভালাে আমলগুলাে পাল্লায় ভারী হবে, তার স্থান হবে সুখময় জান্নাতে। আর যার নেক আমলগুলাে হাল্কা হবে (বদ আমলগুলাে পাল্লায় ভারী হবে) তাকে রাখা হবে হাবিয়া নামক জাহান্নামে। আর হাবিয়া হচ্ছে জ্বলন্ত অগ্নিকুন্ড।
” এবার ভালাে আমলকারীদের আমল নষ্ট হয় কি না তার প্রশ্ন উঠতে পারে। হ্যা ভালাে আমলও নষ্ট হতে পারে। আল্লাহ্ তায়ালা কুরআন মাজিদের ১৬ জায়গায় বলে দিয়েছেন কাদের আমল নস্ট হয়ে যাবে। বর্তমান পুস্তিকাটি ঐ কয়টি আয়াতকে কেন্দ্র করেই লিখা হয়েছে।
Reviews
There are no reviews yet.