দুনিয়ার জীবনে অশান্তির মূল কারণ হচ্ছে মানুষের তৈরি করা আইন এবং অসৎ লোকের শাসন। অথচ শান্তি প্রদানের মালিক হলেন আল্লাহ এবং শান্তির পথ ইসলাম; আর শান্তির পদ্ধতি হচ্ছে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন। দুনিয়ার ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে, মানুষের শান্তির জন্য মানব রচিত যত আইন বা বিধান তৈরি করা হয়েছে, তা শুধু মানুষের অশান্তি বাড়িয়েছে।
জান্নাতে যেতে চায় না এমন মানুষ এই জমিনে সম্ভবতঃ একজন ও খুঁজে পাওয়া যাবে না। অথচ যে কোন জিনিস পেতে হলে তা যথাস্থানে খুঁজতে হয় এবং তা পাওয়ার যথাযথ পদ্ধতি এখতিয়ার করতে হয়। তাহলে সেই কাঙ্খিত জান্নাত পেতে হলে আমাদের তার সঠিক, নির্ভুল ও নির্ভরযোগ্য পথ পবিত্র কুরআন এবং রাসূল (সা) এর হাদিস থেকেই জেনে নিতে হবে। আর পবিত্র কুরআন ও রাসূল (সা) এর বাস্তব কর্মসূচি থেকে আমরা এটাও জানি যে, দ্বীন কায়েম করার প্রাণান্তকর প্রচেষ্টা বা জিহাদ ফি সাবিলিল্লাহ জান্নাতের নির্ভুল ও নির্ভরযোগ্য রাজপথ।
Reviews
There are no reviews yet.