আল-হাল্লু (জীবন-সমস্যার সমাধান) ড. আয়েয আল-কারনী কর্তৃক অতিসম্প্রতি রচিত বই হলো “আল-হাল্লু”। বইটিতে ষাটের অধিক বিষয়ের সমাধান পেশ করা হয়েছে, যার প্রতিটিই জীবনঘনিষ্ট, জীবন-জগতের সঙ্গে সংশ্লিষ্ট এবং মানবিকতা ও সামাজিকতায় সদা সক্রিয় কিন্তু নানা সমস্যা ও সংকটে জর্জরিত। বইটি রচনা করতে গিয়ে ড. আয়েয করনী মানব, জীবন, জগতের সরল অঙ্গনের সমস্যাগুলো যেমন চিহ্নিত করেছেন, তেমনি জীবনের গহীন ভেতরের মানচিত্রও পাঠ করেছেন এবং তার জটিল সূক্ষ্ম সংকটগুলো শনাক্ত করেছেন। ফলে ‘পারিবারিক সমস্যা, দেশাত্মবোধের অভাব, তালাক ও ডিভোর্স, দুর্বল ব্যক্তিত্ব ইত্যাদি সচরাচর বিষয়গুলো সম্পর্কে যেমন সরলভাবে উপস্থাপন করেছেন, তেমনি সভ্যতা-সংস্কৃতির বিপর্যয়, আইবুড়োত্ব, বয়ঃসন্ধিকাল, চিন্তানৈতিক প্রান্তিকতা ও জাতীয়তাবাদ-এর মতো সূক্ষ্ম ও স্পর্শকাতর বিষয়গুলোও স্বরূপে তুলে ধরেছেন। এ ছাড়াও আধুনিক বিশ্বের নিত্যনতুন সংকটের দিকগুলো নিয়েও বস্তুনিষ্ঠ আলোচনা করেছেন।
বইটিতে তিনি প্রতিটি বিষয়ের বর্তমান চালচিত্র তুলে ধরেছেন। এ সব ক্ষেত্রে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র যে সমস্যা-সংকটে জড়িয়েছে, সে ব্যাপারে সতর্ক করেছেন এবং তা থেকে উত্তরণের পথ দেখিয়েছেন, যা তিনি রচনা করেছেন কুরআন-সুন্নাহর ভিত্তিতে এবং মহান পূর্বসূরিগণের বিজ্ঞতা এবং সমসাময়িক জ্ঞানী-গুণীদের অভিজ্ঞতার আলোকে প্রতিটি আলোচনার শেষে যুক্ত হয়েছে একটি পরিশিষ্ট। যা শুধু কুরআন-সুন্নাহ ও ইতিহাসের মহা মনীষীগণের বাণী দ্বারা রচিত।
Reviews
There are no reviews yet.