Author

মাসুদা সুলতানা রুমী

মাসুদা ‍সুলতানা রুমী। ইসলামি সাহিত্যাঙ্গনে একজন ক্লান্তিহীন সেবিকা। বাংলাভাষী পাঠকদের জন্য লিখে চলেছেন অবিরত। জন্মেছেন যশোর জেলায়, বিয়ের পর থেকে বসবাস করছেন নওগাঁ জেলার বদলগাছি উপজেলায়। এ পর্যন্ত লিখেছেন ৬৫ টি বই। ইসলামি সাহিত্যের মাধ্যমে সমাজে বিদ্যমান অপসংস্কৃতি ও ‍কুসংস্কারের অপনোদন এবং জাহেলিয়াতের সাহিত্যিক চ্যালেঞ্জ মোকাবিলার পথ বেছে নিয়েছেন। স্বপ্ন দেখেন একটি আলোকিত সমাজব্যবস্থার; যেখানে ইনসাফ, নৈতিকতা ও জ্ঞানের সম্মিলন বিরাজমান।