Author

মাওলানা মুহাম্মাদ মূসা

আলহাজ মাওলানা মুহাম্মদ মূসা পটুয়াখালী জেলাধীন বাউফল থানার শৌলা গ্রামে জন্মগ্রহন করেন। এলাকার চর হোসনাবাদ সিনিয়ার মাদ্রাসা থেকে দাখিল (১৯৬৪ খৃ.), আদমপুরা সিনিয়র মাদ্রাসা থেকে আলিম (১৯৬৭ খৃ.),চরকাউয়া আহমদিয়া সিনিয়ার মাদ্রাসা থেকে ফাজিল (১৯৬৯ খৃ.), রংপুর কারামাতিয়া আলিয়া মাদ্রাসা থেকে হাদীস শাস্রে কামিল (১৯৭৫ খৃ.), বি.এম. কলেজ থেকে (১৯৭১ খৃ.) আই.কম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক সম্মান (১৯৭৬ খৃ.) ও স্নাতকোত্তর (১৯৭৭ খৃ.) ডিগ্রি লাভ করেন।এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অসীমুদ্দীন মন্ডল (অব.) তার একান্ত প্রিয় শিক্ষক। কর্মজীবনে তিনি কিছুকাল বাংলাদেশ সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষক হিসেবে, অতঃপর ‘মাসিক পৃথিবী’-এর সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।