Author

অধ্যাপক আবদুল মতিন

লেখক ১৯৬২ সালে ১৪ ই জানুয়ারি রাজশাহী জেলার গােদাগাড়ী থানার অভয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। ৬ ভাই ও ৩ বােনের ভিতর তিনি পঞ্চম। তিনি নবাবগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে ১৯৭৬ সালে দাখিল , ১৯৭৯ সালে রংপুর মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসার বিজ্ঞান বিভাগ থেকে আলিম ও রাজশাহী দারুস সালাম আলিয়া মাদ্রাসা থেকে ১৯৮১ সালে ফাজিল পাশ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে ১৯৮৪ সালে বি.এ. সম্মান ডিগ্রী লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম শিক্ষা বিষয়ে ১৯৮৫ সালে এম.এ. ডিগ্রী লাভ করেন। তাছাড়া তিনি এইচ.এস.টি.টি.আই থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। ইসলামী ফাউন্ডেশন থেকে মুবাল্লিগ প্রশিক্ষণ গ্রহন করেন। তিনি ন্যশনাল ক্যাডেট কোর এর একজন সদস্য ছিলেন। তিনি ১৯৮৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মসজিদ মিশন একাডেমীতে শিক্ষকতা করেন। তিনি ১৯৯০ সালে খুলনা ‘দৌলতপুর কলেজ (দিবানৈশ) ইসলামী স্টোডিজ বিভাগের শিক্ষক হিসাবে যােগদান করেন এবং | মৃত্যু আগ পর্যন্ত এখানেই কর্মরত ছিলেন। ১৯৯৫ সালে তার প্রথম প্রকাশীত বই “বিষয় ভিত্তিক কুরআন হাদীস সংকলন।” ১৯৯৯ সাল এ প্রথম “দারসে কুরআন” সিরিজ বের হয়। মৃত্যু আগ পর্যন্ত দারসে কুরআনের মােট ৯টি খন্ড ও “দারসে হাদীস” সিরিজ এর ২টি খন্ড সহ মােট ২০ টি বই প্রকাশ করেন।