Spreading Knowledge Everywhere

আহসান পাবলিকেশন

বাংলাদেশের ইসলামী সাহিত্য জগতে আহসান পাবলিকেশন একটি সুপরিচিত নাম । দীর্ঘ ২৫ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন ধরণের ইসলামী সাহিত্য প্রকাশ করে আসছে আহসান পাবলিকেশন। ব্যতিক্রমী বিষয়, নান্দনিক কভার ডিজাইন, সুন্দর উপস্থাপনা ও ঝকঝকে প্রিন্টের জন্য অতি অল্প সময়ের মধ্যেই আহসান পাবলিকেশন পাঠকের দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হয়।

বই প্রকাশের পাশাপাশি ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে ৪টি শোরুমের মাধ্যমে গত ২৫ বছর আমরা লক্ষ্য পাঠককে সেবা দিয়ে আসছে আহসান পাবলিকেশন। এছাড়া লন্ডন ও নিউইয়র্ক-এ অনলাইন শোরুমের মাধ্যমে ইউরোপ ও আমেরিকা মহাদেশেও আহসান পাবলিকেশন তাদের ব্যাপ্তিকে প্রশস্ত করেছে।

অফলাইনের পাশাপাশি গত তেরো বছর অনলাইনেও আমাদের  সক্রিয় উপস্থিতি ছিল ।

গত ৫ বছরের অধিক সময় ধরে বাংলাদেশের প্রথম পাবলিকেশন হিসাবে Apple Book Store ও Google Book Store সহ পৃথিবীর বিখ্যাত সব ইবুক প্লাটফর্মে আমাদের ৫০টির অধিক বই ইবুক হিসাবে পাওয়া যাচ্ছে।